আমাদের পরিচয়

আইফার্মার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষি সম্পর্কিত ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ সর্বাধিকীকরণের জন্য কাজ করে।

কৃষক

আমরা কৃষকদের অর্থায়ন, ইনপুট, কৃষি সংক্রান্ত পরামর্শ এবং বাজারে অনুপ্রবেশে/এক্সেসে সহায়তা করি

অর্থায়নকারী

আমরা প্রযুক্তি ও ডাটার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য কৃষিতে অর্থায়নের সুযোগ তৈরিতে সহায়তা করি।

কৃষিভিত্তিক প্রতিষ্ঠান

আমরা কৃষিভিত্তিক প্রতিষ্ঠানের সাথে কাজ করি যাতে তারা কৃষকদের মানসম্পন্ন ইনপুট এবং ফার্ম মেশিনারি বিক্রয় এবং পরিষেবা সরবরাহ করতে পারে।

ক্রেতা

আমরা বড় বড় এন্টারপ্রাইজ, পাইকারি ও খুচরা মার্কেটের ক্রেতাদের কাছে প্রতিযোগিতামূলক/ন্যায্য মূল্যে উচ্চমানসম্পন্ন কৃষিপণ্য সরবরাহ করি

কৃষকের জন্য অর্থায়নের সুযোগ সৃষ্টি

আমরা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় মূলধন অর্থায়ন করার সুযোগ সৃষ্টি করি। সরাসরি অর্থায়নের পাশাপাশি আইফার্মার কৃষকের জন্য কৃষি উপকরণ, পরামর্শমূলক সেবা, বীমা এবং বাজার প্রবেশের ক্ষেত্রেও সহায়তা প্রদান করে। আমরা কৃষিগতভাবে প্রাসঙ্গিক এবং ডেটা-ড্রিভেন মডেল ব্যবহার করে ঝুঁকি মূল্যায়ন করি এবং ক্ষুদ্র কৃষক এবং খামার অর্থায়নকারীদের চাহিদার সাথে খাপ খায় এমন পুঁজি প্রকল্প প্রস্তুত করি।

আরো জানুন
Access to Finance for Farmers (Joti)
Creating access to high quality icon

হাতের নাগালে মানসম্পন্ন কাঁচামাল

কৃষি কাঁচামালের খুচরা বিক্রেতাদের স্বনির্ভর করে তুলতে আমরা কাজ করছি। এ লক্ষ্যে এক স্থান থেকেই তাদের সকল সমস্যার সমাধান দেয়া, ভিন্ন ভিন্ন মাধ্যমে সেবা প্রদান করা ও হোম ডেলিভারি সেবা আমরা দিয়ে থাকি । এছাড়াও পণ্য পাওয়ার পড়ে বিল পরিশোধের সুবিধাও প্রদান করে থাকি। এভাবে করে আমাদের কৃষকেরা নিজ এলাকার দোকান থেকেই ভালো মানের পণ্য কিনতে পারেন।

আরো জানুন

কৃষকের জন্য বাজার প্রবেশাধিকার সহজীকরণ

আমরা আমাদের প্রযুক্তি-সক্ষম সাপ্লাই চেইন নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি কৃষকের কাছ থেকে সদ্য উৎপাদিত পণ্য সংগ্রহ করি। একইসাথে আমরা কৃষকদের প্রতিযোগিতামূলক ও ন্যায্য মূল্য, সহজ পরিশোধ শর্ত এবং লজিস্টিক সাপোর্ট প্রদানে কাজ করি। আমরা বিভিন্ন পর্যায়ের পাইকারি ও খুচরা বিক্রেতা, প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সাথে কাজ করি যাতে কৃষকের একাধিক মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ ছাড়াই প্রতিযোগিতামূলক মূল্যে মার্কেটে প্রবেশাধিকার নিশ্চিত হয়।

আরো জানুন
Access to Finance for Farmers (Joti)

comma icon
আমার উন্নয়নের পিছনে আইফার্মারের অবদান অনেক। আইফার্মার আমাদের কৃষি কাজ এবং চাষ সংক্রান্ত অনেক সুবিধা প্রদান করছে। সমস্ত কৃতিত্ব তাই আইফার্মারকে দিতে চাই।
মোসাম্মৎ রোকসানা রনি , গবাদি পশু খামারি
comma icon
২০২১ সালে, আমি আইফার্মার সম্পর্কে জানতে পেরেছি এবং সাহায্যের জন্য তাদের কাছে পৌঁছেছি। আমি আমার পরিবারের ভরণপোষণের জন্য বাড়তি আয়ের আশায় একটি পাওয়ার টিলার চেয়েছি। আইফার্মার অবিলম্বে আমাকে একটি পাওয়ার টিলার দিয়ে আমাকে সহায়তা করেছে। আমি বিশ্বাস করি, এই পাওয়ার টিলার ব্যবহার করে আমি আমার কৃষি কাজের উন্নয়ন করতে পারব।
মোঃ মহসিন আলী, কৃষক
comma icon
আমি আইফার্মার এর সাহায্যে গবাদি পশু কিনে ব্যবসা শুরু করি। দুটি গরু কিনলাম। এই টাকা দিয়ে আমার সন্তানদের লেখাপড়া করানোই আমার পরিকল্পনা।
হালিমা বেগম , গবাদি পশু কৃষক
comma icon
আইফার্মারের কৃষি পরামর্শ পরিষেবা খুব কার্যকর এবং আমি এটিকে খুব প্রয়োজনীয় বলে মনে করি। তারা এসএমএস-এর মাধ্যমে পরামর্শ দিয়ে আমাদের আপডেট রাখে। আমি আমার প্রয়োজনীয় পরামর্শ খুব সহজেই পেয়ে যাই।
সোউদ বাবু , আলু চাষি
Previous Next

পুরস্কার এবং স্বীকৃতি

Fintech Award

UNCDF link icon

2019

Seedstars Summit Asia

Seedstars World Competition link icon

2019

Impact Collective Award

Impact Collective link icon

2019

Agri And Farming Award

ATN News link icon

2023

Youth CoLab Award

Youth CoLab link icon

2019

ICT Startup of the Year

The Daily Star link icon

2022

Sankalp Dhaka Awards

Sankalp Dhaka link icon

2023

Standard Chartered Channel i Agro Award

Standard Chartered & Channel i link icon

2023

AFI’s Inclusive Fintech Showcase Winner

Alliance for Financial Inclusion link icon

2024

আমাদের অংশীদারসমূহ


আমাদের সদস্যপদসমূহ


ক্যারিয়ারের সুযোগ

শামিল হোন একদল উদ্দ্যমী,মেধাবীর সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠানে যারা প্রতিনিয়ত কাজ করে চলছে নতুন সৃষ্টির লক্ষ্যে।
নতুন কিছু, প্রতিদিন

আমাদের অংশীদার হোন

যেকোন জিজ্ঞাসা বা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে আগ্রহী হলে আমাদের একটি বার্তা পাঠান এবং আমাদের টিমের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।