হিউম্যান অফ আইফার্মার: মোঃ জিহাদ হোসেন

আহমেদ আলী রবিন, ১২ মে

2 মিনিটের পড়া

হিউম্যান অফ আইফার্মার: মোঃ জিহাদ হোসেন

মোঃ জিহাদ হোসেন, ঢাকার গুলশান ২ এর ৮১ নম্বর রোডের ৮/ই বাড়িতে থাকে। ঠিকানাটা শুনে অনেকে মনে করতে পারে, সে একটি সচ্ছল পরিবারের ছেলে। কিন্তু আমরা যা দেখি বা শুনি তা একটি মুদ্রার শুধু একটি পিঠ, তার ওপর পিঠে অনেক সময়ই অন্য কিছু থাকে। ঠিক তেমনি জিহাদের জীবনেরও একটি গল্প আছে।জিহাদের গ্রামের বাড়ি নবীনগর, বাউরা ইউনিয়নের, পাটগ্রাম উপজেলার, লালমনিরহাট জেলাতে। জিহাদের বাবা মোঃ আসাদুল হক একজন রিকশা চালক, যিনি ঢাকার রাজপথে রিকশা চালিয়ে জিহাদের ছোট দুই ভাই, তার মা, এবং তার নিজের ভরণপোষণ করে আসছে। ২০২১ সালে বাউরা পাবলিক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে জিহাদ এসএসসি পরীক্ষা দেয়। জিহাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল না হওয়ার কারণে জিহাদের বাবা জানায় যে, সে আর জিহাদের পড়ালেখার খরচ বহন করতে পারবে না, কারণ তার পক্ষে সংসারের ভরণপোষণের খরচ বহন করা এখন একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে। জিহাদ পরিবারের বড় সন্তান। তাই বাবার এই কথা শুনার পর তার মাথায় একটি বোঝা এসে পরে। তারপর সে জীবনের বাস্তবতার সম্মুখীন হওয়ার জন্য কাজের খোঁজ করতে শুরু করে। অবশেষে সে একটি চাকরি পায় ঢাকাতে। লালমনিরহাট ছেড়ে সে চলে আসে এই ইট পাথরের শহরে। অতঃপর অফিস সহকারী হিসাবে কাজ শুরু করে একটি প্রতিষ্ঠানে। কিন্তু তার পড়ালেখার প্রতি ইচ্ছা ছিল প্রখর। এরই মাঝে তার এসএসসির রেজাল্ট দিল এবং সে ৪.১১ পয়েন্ট পেয়ে পাশ করল। যেহেতু তার পড়ালেখার প্রতি ইচ্ছা প্রখর, তাই সে সিদ্ধান্ত নেয় যে, যাই হোক সে পড়ালেখা চালিয়ে যাবে। সে তার প্রতিষ্ঠানকে জানায়, সে কলেজে ভর্তি হতে চায় এবং এইজন্য তার ছুটি দরকার। তার কর্মক্ষেত্র তার এই ছুটি মঞ্জুর করে তাকে সহমত জানায়। এখন সে খিলগাঁও গভর্মেন্ট কলোনী হাইয়ার সেকেন্ডারি স্কুল এন্ড কলেজে মানবিক বিভাগের মর্নিং শাখায় পড়ছে। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে কাজ করে জিহাদ। সব কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে নিজের পড়ালেখা সম্পন্ন করে। জিহাদের খুব ইচ্ছা সে ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বড় পর্যায়ের সরকারি চাকরি করবে। এখন সে স্বপ্ন দেখছে তার দিন বদল এর। জিহাদ যে প্রতিষ্ঠানে কাজ করে, সে প্রতিষ্ঠান তাকে কাজের পাশাপাশি পড়ালেখার জন্য সময় দিয়ে যে সহযোগিতা করছে, তা জিহাদের স্বপ্ন পুরনে অন্যতম ভুমিকা পালন করছে। আর সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আইফার্মার। যদি আই ফার্মার এর মতো করে অন্য প্রতিষ্ঠানও তাদের কর্মীদের এমন ছোট সহায়তা করে, তাহলে হয়তো জিহাদের মত আরো অনেকেই নিজেদের স্বপ্ন পূরণ হতে সক্ষম হতো। আর জিহাদের মত এমন সংগ্রামী মানুষ গুলোই হচ্ছে হিউম্যান অফ আইফার্মার।