মোঃ টিপু  মোল্লার জীবনের অগ্রযাত্রায়  আইফার্মার

by আইফার্মার, 20 June

1 min read

মোঃ টিপু মোল্লার জীবনের অগ্রযাত্রায় আইফার্মার

 

গ্রীষ্মের এই তীব্র রোদে ফসলের মাঠে  ২৯ বছর বয়সের একজন লোক একটি ক্ষেতের পাশে কোদাল দিয়ে ক্ষেতের জন্য আইল কাটছে যাতে পানি যেতে পারে, এই ক্ষেতে এবং তার পাশাপাশি অন্য ক্ষেতেও। কারণ যদি ক্ষেত গুলোতে পানি না যায় তাহলে তার সংসার চলবে না।  কি অদ্ভুত না? অন্য মানুষের ক্ষেতে পানি না গেলে এই লোকের সংসারে খাবার  জুটবে না? কেন এমন হবে তার কারণটা চলুন একটু জানার চেষ্টা করি। 

 

মোঃ টিপু  মোল্লা, ঝিনাইদহ জেলার, শৈলকূপা থানার, চর মালিথিয়া গ্রামে তার বাবা, মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। ৬ ভাই বোনের মধ্যে টিপুই সবার ছোট। ছোট বলে যে তার জীবনে কষ্ট বা সংগ্রাম কম ছিল তা কিন্তু না।  অভাবের সংসার হওয়াতে ৫ম শ্রেণীর পর আর তিনি পড়ালেখা করতে পারেননি। 

বাবার সাথে গরু দিয়ে ক্ষেতে লাঙ্গল দেয়ার কাজ করা শুরু করে তখন থেকেই। নিজের ক্ষেত ছাড়াও অন্যের ক্ষেতেও লাঙ্গল দিত গরু দিয়ে। 

 

কিন্তু সময়ের সাথে সাথে যখন কৃষি খাতেও প্রযুক্তির ছোয়া লাগতে শুরু করলো তখন আস্তে আস্তে টিপু মোল্লার সংসারেও তার প্রভাব পড়তে শুরু করল। কারণ মানুষ পাওয়ার ট্রিলার, ট্রাকটার দিয়ে তাদের ক্ষেত লাঙ্গল বা চাষ করা শুরু করলো। আর গরু দিয়ে হাল চাষ দাওয়াটা বন্ধ হয়ে গেল। তারপর টিপু মোল্লার জীবন সংগ্রামটা আর একটু কষ্টকর হয়ে উঠে। তিনি অন্যের ক্ষেতে দিন মজুর হিসাবে কাজ করে তার সংসার চালাতে শুরু করেন। তার পাশাপাশি তার সংসারকে কিভাবে একটু ভাল ভাবে পরিচালনা করা যায় তার উপায় খুঁজতে থাকেন। অনেক দিন অন্যের জমিতে দিন মজুর হিসাবে কাজ করার পর তিনি কিছু সঞ্চয় করে একটি এনজিও থেকে পাওয়ার টিলার কিনে জীবন চালাতে থাকেন। এরই মধ্যে সিসা-এমই এর সাথে আইফার্মারের একটি প্রজেক্ট চালু হয় যেখানে  মেশিনারি সার্ভিস প্রভাইডারদের  (এম এস পি) এই প্রজেক্টের মাধ্যমে সহায়তা করা হবে মেশিন সরবারহের মাধ্যমে।  আইফার্মারের এই যৌথ প্রজেক্টটি টিপু মোল্লার জন্য যেন তীব্র রোদের ভিতর শীতল এক প্রশান্তির বৃষ্টি হয়ে তার জীবনে আসল।  আই ফার্মার এর সহায়তায় সে এমএসপি  হিসাবে  ২১৬০০ টাকা দামের একটি শ্যালো পাম্প এই মার্চ মাসে নিয়েছে। বর্তমানে তিনি তার ও তার আসে পাশের বিভিন্ন মাঠে পাটের জামিতে সেচ দিচ্ছে, খরচ বাদে দিনে ১৫০০ টাকা লাভ হচ্ছে। আগামী ১ মাস ধরে প্রতিদিনই মেশিন চলবে, এরপর ধানের জমিতে সেচ দিবে, এতে করে বছরে কম পক্ষে ১ লাখ টাকা আয় হবে তার আশা করা যাচ্ছে। তার ভবিষৎ পরিকল্পনা হচ্ছে, পাম্প এর টাকা পরিশোধ হয়ে গেলে, আই ফার্মার থেকে সে পাওয়ার টিলার সহ একটি নতুন সিডার মেশিন নিবে,যা তাকে সারা বছর জমি চাষ দিয়ে  ও পাম্প চালিয়ে তার ধারদেনা শোধ করে তাকে স্বাবলম্বি হতে সহায়তা করবে। যার দ্বারা সে তার পরিবারকে সচ্ছল ভাবে চালিয়ে নিতে সক্ষম হবে।  একটু ছোট প্রজেক্ট তাকে নতুন করে নতুন ভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে যা তার জন্য একটি বড় বিষয়। আর তার এই নতুন করে নতুন ভাবে বাঁচার স্বপ্ন ও তার মুখের এই হাসি আইফর্মারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ও পাওনা। এভাবেই হাসি ফুটুক হাজারো টিপু মোল্লার মতো মানুষের, এটাই আমাদের চাওয়া।